গাছ কাটার দাবিতে দামুড়হুদায় সড়ক অবরোধ

 

নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের ভগিরথপুর বাজারের আনুমাণিক ৩শ বছরের পুরোনো বটগাছটি কাটার দাবি তুলেছে এলাকাবাসী। এ দাবিতে গতকাল মঙ্গলবার ভগিরথপুর-ভালাইপুর সড়ক এক ঘণ্টা অবরোধ করা হয়। বটগাছটি আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। আশঙ্কা করা হচ্ছে যেকোনো সময় এ বটগাছটি আছড়ে পড়তে পারে পাশে থাকা প্রায় ১৫টি দোকানের ওপর। এ গাছটির চারপাশে প্রায় ১০টি মুদি দোকানসহ সব রকমের দোকান আছে। তাছাড়া সব সময় কয়েক’শ মানুষের আনাগোনা এ বাজারে। গত কয়েক মাস আগে বটগাছটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তৃপক্ষ কয়েকটা ডাল ছাটাই করেছিলো। কিন্তু এখন বটগাছটি গোড়া থেকে অর্ধেকের বেশি অংশ উপড়ে পরেছে। যেকোনো সময় সামান্য বাতাস হলে গাছটি আছড়ে পড়ে বড় ধরনের অঘটন ঘটতে পারে। গতকাল মঙ্গলবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য প্রায় ১ ঘণ্টা গাছের গুড়ি ফেলে ভগিরথপুর-ভালাইপুর সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ ও বাজারের দোকানিরা। অতিশীঘ্রই ঝুঁকিপূর্ণ বটগাছটি কাটার দাবি জানান এলাকাবাসী।