কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদরের একটি রাষ্ট্রায়াত্ত চিনিকলের গুদাম ধসে বিপুল পরিমাণ চিনি বাইরে পড়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে জগতি এলাকায় ‘কুষ্টিয়া সুগার মিলস লিমিটেডের’ সংরক্ষিত চত্বরের ১নং গুদামে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুদর্শন মল্লিক জানান, গুদামটির দক্ষিণ পাশের দেয়াল ধসে এক হাজারেরও বেশি বস্তা চিনি পাশের নর্দমায় পড়ে গেছে। প্রতি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে। ছয় হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন এ গুদামে মজুদ ছিলো পাঁচ হাজার ৭৪০ মেট্রিক টন চিনি। প্রতিটন চিনির বর্তমান বাজারমূল্য ৪০ হাজার টাকা। সুদর্শন মল্লিক বলেন, হঠাত করেই দেয়াল ধসে পড়েছে। গোডাউন থেকে ছিটকে পড়া বস্তাগুলো উদ্ধার করা হচ্ছে। বেশি ক্ষতি হয়েছে গোডাউনের। এরইমধ্যে হেডঅফিসে খবর দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের আরো চারটি গুদাম রয়েছে। চিনিগুলো রিপ্যাক করে সেখানে মজুদ করার ব্যাবস্থা নেয়া হবে। তবে, তাৎক্ষণিকভাবে এ চিনি সংরক্ষণের জন্য পুলিশ প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। কুষ্টিয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম খান জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।