মোমিনপুর প্রতিনিধি: বিয়ের আশ্বাস দিয়ে এক বিধবাকে দেহভোগ করায় তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। তিন সন্তানের জননী দরিদ্র বিধবা তার গর্ভের অনাগত সন্তানের জন্য গ্রামের হাসেমকেই দোষারোপ করেছেন। বিধবা জোছনা খাতুনের অভিযোগ, আমার গর্ভের সন্তানের সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে হাসেম আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। এর ফলে আমি মামলা করতেও সাহস পাচ্ছি না।
সরেজমিনে জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের বুড়োপাড়া গ্রামের দিনমজুর রেজাউল মণ্ডল ওরফে রেজনের বড় মেয়ে বিধবা জোসনা খাতুনের (৩৮) সাথে একই গ্রামের মৃত আব্বাস মল্লিকের ছেলে দু সন্তানের জনক হাসেমের (৪০) দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। বিধবা জোছনা খাতুন সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পরে বলে এলাকায় জানাজানি হয়। জোছনা খাতুন অভিযোগ করেন, হাসেম বিয়ে করার প্রলোভন দেখিয়ে আমার দেহভোগ করে আসছিলো। আমি এখন চার মাসের গর্ভবতী। গর্ভের সন্তানের কথা হাসেমকে জানালে সে বিভিন্ন টালবাহানা দেখিয়ে সটকে পড়ে।