৬নং রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাথে মতবিনিময়কালে এমপি টগর

 

যারা শরীরে পবিত্র কোরন বেধে ভোট চাচ্ছে এদের থেকে সাবধান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেছেন, ‘বিএনপি এ সরকারকে মানে না। বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া মানেই তাকে এ সরকারকে মেনে নিয়েই নির্বাচনে আসতে হবে। আর এ সরকারকে মেনে নেয়া মানেই এটাও মেনে নেয়া যে, রওশন এরশাদ বিরোধীদলের নেতা। বাংলাদেশে যারা নাশকতা সৃষ্টি করছে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে বর্তমান সরকার তাদেরকে শায়েস্তা করার জন্যই আইনগত পদক্ষেপ নিচ্ছে। সাবধান এক শ্রেণি ধর্মব্যবসায়ী গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের বেহেস্তের ব্যবস্থা করে দিচ্ছে। তারা শরীরে কোরআন বেঁধে ভোট চাচ্ছেন। এদের থেকে সাবধান।

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার ৬নং রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাথে মতবিনিময়সভা গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় জীবননগর উপজেলার রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ৬ নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহাজ্জোত হোসেন মির্জার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ হাজি আলী আজগার টগর। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান মাস্টার, সাজ্জাত বিশ্বাস, আব্দুস সাত্তার, সোহরাব হোসেন, জালাল উদ্দীন, জেহের আলী, আব্দুল মান্নান, শামসুল হক, বিশারত, শহর আলীসহ জীবননগর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।