গাংনী প্রতিনিধি: ৭৫ বোতল ফেনসিডিলসহ সাইফুল ইসলাম ওরফে নৃপেন (৫৫) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সাইফুলের নিজ গ্রাম থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। সে নওদা মটমুড়া গ্রামের মৃত বিশ্বনাথ ঋষির ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি অভিযান দল নওদা মটমুড়া গ্রামের সড়কে অবস্থান নেয়। ফেনসিডিল বিক্রির উদ্দেশে বামন্দীর দিকে যাওয়ার সময় সাইফুলকে গ্রেফতার করেন ডিবি পুলিশ সদস্যরা। অভিযানের নেতৃত্বে ছিলেন ডিবি ওসি মীর আক্তারুজ্জামান ও সঙ্গীয় এসআই বাবুল আক্তার। সাইফুলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গত রাতেই মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারে অভিযানে সাইফুল ও তার পিতার নাম নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন ডিবি পুলিশ সদস্যরা। সাইফুল ডিবি সদস্যদের জানিয়েছে মুসলমান ধর্মগ্রহণ করায় তার নাম পরির্বতন হয়।