আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শহরে একতা ক্লিনিকের পর এবার কলেজপাড়ার লোকমান আলী প্রাইভেট হাসপাতালের থেকে ডেমি বোমা উদ্ধার করেছে পুলিশ। অব্যাহত চাঁদা দাবির একপর্যায়ে গত রোববার রাতে লাল টেপ মোড়ানো একটি বড় বোমা হাসপাতালের বারান্দার গ্রিলের পাশে যায় অজ্ঞাত চাঁদাবাজরা।
আলমডাঙ্গা শহরের কলেজপাড়ায় লোকমান হোসেন প্রাইভেট হাসপাতাল অবস্থিত। গত রোববার রাতে অজ্ঞাত চাঁদাবাজরা হাসপাতালের বারান্দার গ্রিলের পাশে একটি বড়সড় বোমা সাদৃশ্য বস্তু রেখে যায়। গতকাল সকালে কলেজপাড়ার অনেকেই লাল টেপ দিয়ে মোড়ানো বোমাটি দেখে হাসপাতাল মালিককে জানায়। ঘটনাটি থানা পুলিশকে জানানো হলে এসআই পিয়ার আলী ঘটনাস্থলে পৌঁছে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।পরে পানিভর্তি বালতিতে বোমা সদৃশ বস্তুটি ডুবিয়ে রেখে খুলে দেখা হয়। ভেতরে শুধু সুড়কি ও কাঠের গুঁড়ো পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ধারণা ভয় দেখিয়ে চাঁদা আদায়ের কৌশল হিসেবে চাঁদাবাজরা সুড়কি ও কাঠের গুড়োভর্তি বোমা সদৃশ বস্তুটি হাসপাতালের গ্রিলের পাশে রেখে গেছে।
এদিকে হাসপাতাল মালিক লুতফার আলী জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তার মোবাইলফোনে অজ্ঞাত ব্যক্তি নিজেকে চরমপন্থি সংগঠন সোহাগ বাহীনির প্রধান সোহাগ দাবি করে তার নিকট ২ লাখ টাকা চাঁদা চায়। এরপর মাঝে মাঝেই চাঁদার জন্য তাগাদা দিতো। এক সময় চাঁদার টাকার পরিমাণ ৩০ হাজারে নামিয়ে আনা হয়। তারপরও চাঁদার টাকা না পেয়ে অজ্ঞাত চাঁদাবাজরা ওই ঘটনা ঘটিয়েছে।
ইতঃপূর্বে শহরের একতা ক্লিনিকে চাঁদার দাবিতে চাঁদাবাজরা বোমা বিস্ফোরণ ঘটায়।