ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

ঝিনাইদহ অফিস জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ তিন নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। চুয়াডাঙ্গা মেহেরপুরে বিএনপির কোনো পক্ষই বিক্ষোভ মিছিল করেনি বলে জানিয়েছেন প্রতিনিধিরা।

গতকাল সোমবার সকাল ১১টার দিকে শহরের কেপি বসু সড়ক থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। শহরের পায়রা চত্বরে গিয়ে পৌঁছালে মিছিলে বাধা দেয় পুলিশ। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে ফিরে সমাবেশ দলীয় নেতাকর্মীরা। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক, পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু ও জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আনন বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসতা চরিতার্থ করতেই বিএনপি নেতাদের কারাগারে পাঠিয়েছে। বিরোধীদলের নেতা-কর্মীদেরকে গুম, খুন ও গণহারে গ্রেফতারের মধ্যদিয়ে গোটা দেশকেই এক ভয়ঙ্কর বন্দীশালায় পরিণত করেছে সরকার।