মাহাথির মোহাম্মদ। নামটি এখন আধুনিক আর সমৃদ্ধির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তিনি মালয়েশিয়ার অর্থনৈতির নির্মাণে রূপকথার গল্পকেও হার মানিয়েছেন। নিজের নিষ্ঠা, মেধা, মনন, একাগ্রতা আর উন্নয়কামী দেশপ্রেমিক জনগণকে নিয়ে তিনি মালয়েশিয়াকে পাল্টে দিয়েছেন।
এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর কাছে এখন অনুকরণীয় মডেল হয়ে উঠেছে দেশটি। যে সব দেশ উন্নয়ন ঘটাতে চায় তার জন্য চাই মাহাথিরের মতো ব্যক্তিত্ব। মাহাথির হয়ে উঠেছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার। কিংবদন্তী এই পুরুষ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ সদ্য ইউআইটিএস’র দ্বিতীয় সমাবর্তনে অংশ নিতে দু দিনের সফরে ঢাকায় আসেন। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় বলেন ‘কোনো দেশের উন্নতির জন্য স্থিতিশীল পরিস্থিতির প্রয়োজন। রাজপথে বিক্ষোভের মাধ্যমে কোনো দেশ উন্নতি করতে পারে না। রাজনৈতিক কর্মসূচি দেয়ার ক্ষেত্রে ধ্বংসাত্মক কর্মসূচি এড়িয়ে চলা উচিত। রাজপথে বিক্ষোভ করে কোনো সরকারকে সরানো হলে যারা ক্ষমতায় যাবে তাদের ক্ষেত্রেও একই পরিণতি হবে। মাহাথিরের এ বক্তব্য তাৎপর্যপূর্ণ এবং একটি দেশ কীভাবে উন্নয়ন ঘটাতে পারে তার সার্বিক চিত্র এতে নিহীত। বিষয়টি নিয়ে সবাইকে ভাবতে হবে। ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিকদলগুলোকে অবশ্যই দেশের কথা ভাবতে হবে। ক্ষমতায় থাকার জন্য যেমন স্বেচ্ছাচারিতা দেশকে পিছিয়ে দেয়, তেমনই ক্ষমতায় যাওয়ার জন্যও হটকারিতা দেশের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
দেশকে ভালোবাসার দায়িত্ব সকলের। রাজনৈতিক কর্মসূচির নামে অহেতুক কোনো ধ্বংসযজ্ঞ চালানো ঠিক নয়। মাহাথির সেটাই বলেছেন। আবার ক্ষমতায় থাকার জন্য বিরোধীদের তোয়াক্কা না করাও কাম্য নয়। আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে চাই রাজনৈতিক সম্প্রীতি।