স্টাফ রিপোর্টার: আজকাল সেলফোন তথা মোবাইলফোন এখন দৈনন্দিন জীবনের এ অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় এ যন্ত্রটি ঠিক মতো ব্যবহার না করলে অনেক সময় তা ভয়াবহ বিপদের কারণ হয়ে উঠতে পারে। ইদানীং দেশে-বিদেশে প্রায়ই মুঠোফোন বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এতে হতাহতেরও ঘটনা ঘটছে। মুঠোফোন বিস্ফোরণের কারণ ও যত্ন-আত্তির কিছু পরামর্শ দেয়া হয়েছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।
কেন ও কীভাবে বিস্ফোরণ হয়, চার্জে থাকা অবস্থায় মুঠোফোন ব্যবহারে প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটে। কারণ চার্জে থাকা অবস্থায় মুঠোফোনের মাদারবোর্ডে অতিরিক্ত চাপ পড়ে। এ সময় মুঠোফোন ব্যবহার করলে নানাভাবে এ চাপ আরও বেড়ে যায়। সস্তা ও বেনামি কোম্পানির মুঠোফোন এ চাপ সহ্য করতে পারে না। ফলে তা বিস্ফোরিত হয়। আন্তর্জাতিক নম্বর থেকে আসা কল বা মিসড কলকে কল বম্বিং বলে। যদি কেউ এ ধরনের কল রিসিভ বা কল ব্যাক করেন এবং এ কলটি যদি একটি নির্দিষ্ট সময় অতিক্রম করে, তখন মুঠোফোন বিস্ফোরিত হতে পারে। কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকা ম্যালওয়ার বা যান্ত্রিক ত্রুটির কারণে চার্জের সময় অতিরিক্ত চাপে মুঠোফোন বিস্ফোরিত হতে পারে।
সাবধানতা, সস্তার প্রলোভনে পড়ে ভুঁইফোঁড় কোম্পানির মুঠোফোন কেনা উচিত নয়।