ফেনসিডিল উদ্ধার : ঢাকা চিপাবাগের রহিম আটক

 

দর্শনা রাজাপুর ও নিমতলা বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযান

দর্শনা অফিস: জীবনগরের রাজাপুর, দর্শনার নিমতলা ও দর্শনা বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়েছেন। এ অভিযানে দর্শনা বিজিবি সদস্যরা ফেনসিডিলসহ ঢাকার চিপাবাগের রহিম নামের এক মাদককারবারীকে আটক করতে পারলেও নিমতলা ও রাজাপুর বিজিবি কাউকে আটক করতে পারেনি। রহিমের বিরুদ্ধে বিজিবি দায়ের করেছে মামলা। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার শওকত আলী ও ল্যান্সনায়েক রাসেল সিকদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা হল্টস্টেশন এলাকার টাউয়ারপাড়ায়। বিজিবি সদস্যরা টাউয়ারপাড়া থেকে আটক করেন ঢাকার খিলগাও চিপাবাগ মিনার মসজিদ এলাকার শুকুর আলীর বাড়ির ভাড়াটিয়া আ. হালিমের ছেলে আ. রহিমকে (৪৭)। বিজিবি সদস্যরা রহিমের শরীরের বিভিন্ন স্থানে সেটিং করা অবস্থায় ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ ঘটনায় হাবিলদার শওকত আলী বাদী হয়ে গতকালই রহিমের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।

এদিকে দর্শনা বিজিবির একই দল ভোরে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের মেমনগরে। বিজিবি সদস্যরা মেমনগর থেকে পরিত্যাক্ত অবস্থায় ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। এছাড়া গতকাল দুপুর আড়াইটার দিকে জীবননগরের রাজাপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার তোতা মিয়া সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান উপজেলার উথলী ইউনিয়নের সিংনগরে। বিজিবি সদস্যরা সিংনগর থেকে উদ্ধার করেন ৫৪ বোতল ফেনসিডিল। পরশু শনিবার ভোর ৫টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার তোতা মিয়া সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে নিমতলা মাঠ থেকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।