জীবননগরে ব্যাংক চেক ডিজঅনার মামলায় অবসরপ্রাপ্ত মেজর আটক : জামিনে মুক্ত

 

জীবননগর ব্যুরো: জীবননগরে এক রডসিমেন্ট ব্যবসায়ীর দায়ের করা মামলায় বিজিবির ঠিকাদার একজন অবসরপ্রাপ্ত মেজরকে জীবননগর থানা পুলিশ আটক করেছে। আটককৃত মেজর (অব.) আসাদুজ্জামান আসাদ বীর প্রতীককে গতকালই আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তার সর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন।

থানাসূত্রে জানা যায়, জীবননগর শহরের দত্তনগর সড়কের রডসিমেন্ট ব্যবসায়ী মেঘনা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী হাফিজুর রহমান বেল্টুর নিকট থেকে বিজিবির ঠিকাদার যশোর চাঁচড়ার মেজর (অব.) আসাদুজ্জামান আসাদ ধোপাখালী ক্যাম্পের বিল্ডিং নির্মাণের জন্য বাকিতে মালামাল নেন। কিন্তু তিনি দীর্ঘ আড়াই বছর তার টাকা পরিশোধ না করায় তিনি আদালতে ৪ লাখ ২৭ হাজার টাকার আদালতে একটি চেক ডিজ অনারের মামলা দায়ের করেন। মামলায় আদালত মেজর (অব.) আসাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন। গতকাল মেজর (অব.) আসাদ ব্যবসায়ী বেল্টুর দোকানে এলে এসআই শতদল তাকে আটক করে থানায় নেন।