জীবননগরে জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন : নির্বাচন আচারণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা ও আচরণবিধি প্রতিপালনে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে উপজেলা পরিষদ মিলানায়তনে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন আচারণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন হুঁসিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণে সকল প্রকার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনে কোনো প্রকার ছাড় দেয়া হবে না।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিটার্নিং অফিসার মোছা. আনজুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দিন, আনছার ও ভিডিপি কমান্ড্যান্ট সদন চাকমা, জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম কুমার সরকার। এছাড়াও জীবননগর থানা অফিসার ইনচার্জ শিকদার মশিউর রহমান, জীবননগর উপজেলা নির্বাচন অফিসার দাউদ হোসেন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবীর, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।

সভায় চেয়ারম্যান প্রার্থী আবু মো. আব্দুল লতিফ অমল, ফারহানা আক্তার রিনি ও অধ্যাপক খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান, মাও. মহিউদ্দিন, আরিফুজ্জামান আরিফ এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পেয়ারা বেগম, সামসুন্নাহার মুক্তা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।