কায়রোয় বন্দুকধারীদের হামলায় ৬ সেনা নিহত

মাথাভাঙ্গা মনিটর: মিশরের রাজধানী কায়রোর শহরতলীতে একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে ৬ সেনাপুলিশকে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। গতকাল শনিবার এ ঘটনায় ঘটে বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন ও বার্তা সংস্থা। জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলের কাছে দুটি বোমা পাওয়া যায়। সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। ২০১৩ সালের জুলাইয়ে দেশটির ইসলামপন্থী নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। তখন থেকে দেশটির নিরাপত্তা বাহিনী বেশ কয়েকটি হামলার সম্মুখীন হয়েছে। এসব হামলায় এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর প্রায় ৩শ’ কর্মকর্তা নিহত হয়েছেন।