ক্রিমিয়া গণভোটের আগে ইউক্রেইনে সহিংসতায় নিহত ২

মাথাভাঙ্গা মনিটর: ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ইউক্রেইনপন্থী ও রুশপন্থী আন্দোলনকারীদের মধ্যে সহিংসতায় দুজন নিহত হয়েছেন। সহিংসতার জন্য পক্ষদুটি একে অপরকে দায়ী করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া সহিংসতা চলাকালে গুলিবর্ষণে আরো পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। ইউক্রেইনের জাতিগত রুশ সংখ্যাগরিষ্ঠ স্বায়ত্ত্বশাসিত অঞ্চল ক্রিমিয়া ইউক্রেইনের অংশ হয়ে থাকবে না রাশিয়া সাথে যোগ দেবে সে সিদ্ধান্ত নিতে রোববার অঞ্চলটিতে গণভোট হওয়ার কথা রয়েছে। এর একদিন আগে এ সহিংসতার ঘটনা ঘটলো। শুক্রবার সন্ধ্যায় খারকিভের ভোবোদা স্কয়ারে দুপক্ষের মধ্যে সহিংসতা শুরু হয়। পরে তা ইউক্রেইনপন্থী এক গোষ্ঠীর দপ্তর পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রুশপন্থীরা ইউক্রেইনপন্থীদের প্রতিবাদ ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা থেকে সংঘর্ষ শুরু হয়। এরপর ইউক্রেইনপন্থীরা তাদের দপ্তরে ঢুকে প্রতিবন্ধক তৈরি করে রুশপন্থীদের বাধা দেয়ার চেষ্টা করে। এ সময় গুলিবর্ষণ করা হয় এবং ওই দপ্তরটির ভিতর মলটোভ ককটেল নিক্ষেপ করা হয়।