শৈলকুপায় তিন দিনব্যাপি মহাযজ্ঞ শুরু

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপি শ্রী শ্রী মহামন্ত্র হরিনাম মহাযজ্ঞ। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আত্মশুদ্ধি ও বিশ্বশান্তি কামনায় শৈলকুপা উপজেলার রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে এ লোকাচারের।

বৃহস্পতিবার রাতে শুরু হওয়া ২৪ প্রহরব্যাপি এ আচার অনুষ্ঠানে যোগ দিতে দুরদুরান্ত থেকে এরই মাঝে শ শ মানুষ শৈলকুপায় এসে পৌঁছেছে। প্রথমদিনে ‘বিশ্ব শান্তিতে সনাতন ধর্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল হাই। সভায় অন্যান্যের মধ্যে শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, আবদুল হাকিম, আসাদুজ্জামান আসাদ, বিজন চকবর্তী, বিশ্বজিত চক্রবর্তী উপস্থিত ছিলেন। শ্রীমত ভগবত গীতা পাঠ, নামযজ্ঞ, রাজভৌগ, বাল্য ভোগসহ আরতি কীর্ত্তনের মধ্যদিয়ে পালন করা হবে এ মহামন্ত্র হরিনাম মহাযজ্ঞ।