স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ জেলা সদরের বিনোদপুর এলাকায় একটি ঘরে আগুন লেগে দু শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলো- ফিরোজা বেগম (২৫), তার দু বছরের ছেলে ফাহিম, তিন মাসের ছেলে মাসুল বিল্লাহ ও শাশুড়ি। তবে শাশুড়ির নাম জানা যায়নি।
জানা গেছে, বিনোদপুরে একটি ছাপড়া ঘরে ফিরোজা, তার স্বামী, দু ছেলে ও শাশুড়ি থাকতেন। রাতে হঠাত ওই ঘরে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে যায়। আগুন নেভানোর পর চারজনের লাশ উদ্ধার করা হয়। এ সময় ফিরোজার স্বামী বাড়িতে ছিলেন না। তিনি বরগুনায় গ্রামের বাড়িতে গেছেন। মুন্সীগঞ্জ সদর থানার ওসি শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।