স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী জুন মাসের মধ্যে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে সরকার জামায়াতকে নিষিদ্ধ করার ব্যবস্থা নেবে। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত মুক্তির উত্সব ২০১৪-তে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন- ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই, তবে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হবে। চূড়ান্ত রায় যাই হোক না কেন সেটা বড় কথা নয়, জামায়াতে ইসলামী নিষিদ্ধ হবেই। এর আগে মন্ত্রী অনুষ্ঠানে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। অনুষ্ঠানে মন্ত্রী মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের জন্য পাঁচ কোটি টাকা সংগ্রহ করে দেয়ার কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ ঘোষণা দেন তিনি। এ ছাড়া নিজস্ব তহবিল থেকে পাঁচ লাখ টাকা দেয়ারও ঘোষণা দেন।