সুপ্রিম কোর্ট বারে বিএনপি-জামায়াত প্যানেলের নিরংকুশ জয়

 

স্টাফ রিপোর্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৪-১৫ বর্ষের নির্বাচনে এবারো নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল। মোট ১৪টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১৩ পদেই বিজয়ী হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। অন্যদিকে মাত্র একটি সদস্য পদে বিজয়ী হয়েছে আওয়ামীপন্থী প্যানেল থেকে। গতকাল শুক্রবার ভোরে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২ দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে খালেদা জিয়ার উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ১ হাজার ৫৮৯ এবং সম্পাদক পদে বিএনপির যুগ্মমহাসচিব এএম মাহবুব উদ্দিন খোকন ১ হাজার ৬২৬ ভোট পেয়ে ফের নির্বাচিত হয়েছেন। অপরদিকে সরকার সমর্থক আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে সভাপতি পদে আওয়ামী লীগের আইন সম্পাদক ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু পেয়েছেন ১ হাজার ৪৫৭ এবং সম্পাদক পদে রবিউল আলম বদু ১ হাজার ৪২৯ ভোট পান। সরকার সমর্থক একমাত্র বিজয়ী সদস্য হলেন মো. আবুল কালাম আজাদ।