মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার ঝিমিয়ে পড়া ক্রিকেট অঙ্গণ উজ্জীবিত করতে মাঠে নেমেছেন একঝাঁক ক্রীড়ামোদী। তাদের উদ্যোগেই আগামী ১৭ মার্চ মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এমসিএল ক্রিকেট টুর্নামেন্ট। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে উচ্চ বিদ্যালয়মাঠে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
এমসিএল ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক শাহিনুর রহমান রিটন, বড়বাজার ক্রিকেট একাডেমির সভাপতি সাদাত হোসেন বুড়ো, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সালেহ্ উদ্দীন আহম্মেদ আবলু, সাবেক যুগ্নসাধারণ সম্পাদক ইমদাদ, লেবেল-এ ক্রিকেট কোচ মাসুদ, সাবেক ফুটবলার আবু শামা, সিনিয়র ক্রিকেটার লিটিল, কালাম, রিমন, প্রকাশ ও জনি প্রমুখ। এ টুর্নামেন্টে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও স্বাগতিক মেহেরপুর জেলা দল অংশগ্রহণ করবে। স্বাগতিক দলের খেলোয়াড় নির্বাচনের লক্ষ্যে আজ শুক্রবার সকাল ৮টায় উচ্চ বিদ্যালয়মাঠে খেলোয়াড় বাছাই করা হবে। এছাড়াও আগামী মাসে ৪র্থ ও ৫ম শ্রেণির ছাত্রদের নিয়ে একটি ক্রিকেট ক্যাম্প ও স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে। বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, কিডস ওয়ার্ল্ড স্কুল, সরকারি শিশু সদন, হোলি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমি ওই টুর্নামেন্টে অংশ নেবে। এমসিএল ক্রিকেট ও স্কুল ক্রিকেট ক্যাম্পের মিডিয়া পার্টনার মেহেরপুর নিউজ২৪ডটকম।