ফ্যাক্সবার্তা নিয়ে দামুড়হুদায় লিয়াকত আলী শাহ’র সাংবাদিক সম্মেলন

নেতাকর্মদের বিভ্রান্ত না হওয়ার আহবান

দামুড়হুদা প্রতিনিধিঃ দামুড়হুদা উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তে কেন্দ্রীয় বিএনপির যুগ্মসম্পাদক ও দফতরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ফ্যাক্সবার্তার ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন করেছেন জেলা বিএনপি সমর্থিত (মোজাম্মেল-দুদু) দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী শাহ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে দামুড়হুদা সোনালী ব্যাংকের নিচে মার্কেটের লিয়াতক আলী শাহ’র নির্বাচনী কার্যালয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, দামুড়হুদা উপজেলা ও দর্শনা পৌর বিএনাপর মতামতের ভিত্তিতে গত ১৩ ফেব্রুয়ারি জেলা বিএনপি থেকে আমাকে চেয়ারম্যান পদে সমর্থন দেয়া হয়। এ বিষয়ে গত ৮ তারিখ দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং ৯ মার্চ দৈনিক কালের কণ্ঠ সংবাদপত্রে কেন্দ্রীয় বিএনপির যুগ্মসম্পাদক সালাউদ্দিন আহম্মেদের বক্তব্য প্রকাশিত হয়েছে। সেখানে আমাকে দলীয় প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে এবং ফজলুর রহমানকে বিএনপির বিদ্রোহী প্রার্থী বলা হয়েছে।

তিনি আরও জানান, ফজলুর রহমান তার নিকটস্থ লোক মারফত আমার নিকট ১৩ লাখ টাকা চেয়েছিলো। ওই টাকা পেলে ফজলুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। আমি তাকে ৫ লাখ টাকা দিতে রাজি হয়েছিলাম। সাংবাদিক সম্মেলনে লিয়াকত আলী শাহ তার বক্তব্যে বলেন, আমার জনসমর্থনে ঈর্শ্বান্বিত হয়ে নির্বাচনের শেষ মুহূর্তে পরাজয় নিশ্চিত জেনেই তিনি দলীয় নেতাকর্মীদের একের পর এক বিভ্রান্ত করে চলেছেন। তারই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে নতুনভাবে ষড়যন্ত্রের জাল তৈরি করে কেন্দ্রীয় বিএনপির যুগ্মসম্পাদক রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি ফ্যাক্সবার্তার ফটোকপি বিভিন্ন মহলে ছড়িয়ে দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছেন। তিনি দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ওই ফ্যাক্সবার্তাটি সঠিক নয়। ওটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং ফজলুর রহমানের একটি নতুন ষড়যন্ত্রের অংশ। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, যেহেতু ফ্যাক্সবার্তাটি জেলা বিএনপির সভাপতি/সম্পাদক বরাবর প্রেরণ করা হয়েছে। আমি তাদের সাথে কথা বলে জানতে পারি এ ধরনের কোনো পত্র তারা পাননি। এটা মিথ্যা ও বানোয়াট। সর্বশেষ তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, গুজবে কান না দিয়ে আমার ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করুন। আমি নির্বাচনে ছিলাম আছি এবং থাকবো। বিজয় আমাদের সুনিশ্চিত। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি জেলা বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, দামুড়হুদা উপজেলা বিএনাপর সহসভাপতি তোফাজ্জেল হোসেন, দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রহমান মালিথা, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি আ. ওয়াহেদ, জেলা যুবদলের যুগ্মআহবায়ক মোকাররম হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনু প্রমুখ।