দামুড়হুদা উপজেলা নির্বাচনে ২৪টি কেন্দ্র অত্যাধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

 

প্রসাশন বলছে কোন কেন্দ্র ঝুকিপূর্ণ নয়

দামুড়হুদা অফিসঃ আগামীকাল শনিবার ৩য় দফায় অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চুয়াডাঙ্গা জেলায় প্রথম দামুড়হুদা উপজেলা পরিষদের অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাবতীয় আনুষ্ঠিকতা প্রায় সম্পন্ন করা হয়েছে।

জানা গেছে, প্রার্থীদের পক্ষ থেকে ৭৭টি কেন্দ্রের মধ্যে ২৪টি কেন্দ্রকে অত্যাধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে। সেসব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট আবেদন জানানো হয়েছে। প্রসাশন বলছে কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয়। গতকাল থেকে বাংলাদেশ সেনাবাহীনি দামুড়হুদা উপজেলার প্রতিটি স্থানে টহলরত অবস্থায় রয়েছে।

গতকাল জামায়াত সমর্থিত প্রার্থী মাও. আজিজুর রহমানের নির্বাচনী এজেন্ট নায়েব আলী স্বাক্ষরিত রিটার্নিং অফিসারের নিকট দেয়া পত্রে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭৭টি কেন্দ্রের মধ্যে ২৪টি অতি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- দর্শনা পৌরসভার কেরুজ মাধ্যমিক বিদ্যালয়, আজমপুর, কাস্টমস প্রাইমারি ও দর্শনা সরকারি কলেজ কেন্দ্র, জুড়ানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ও পোপালপুর প্রাইমারি স্কুল, নতিপোতা ইউনিয়নের ছুটিপুর, চরুলিয়া ও নাটুদা মাধ্যমিক বিদ্যালয়, কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া, শিবনগর ও সুবলপুর প্রাইমারি স্কুল, কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি কুড়ুলগাছি প্রাইমারি ও কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া ও বড়বলিদয়া প্রাইমারি স্কুল, হাউলী ইউনিয়নের গোবিন্দপুর, পুরাতন বাস্তপুর প্রাইমারি ও জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয় এবং দামুড়হুদা ইউনিয়নের মোক্তারপুর, দামুড়হুদা প্রাইমারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। তবে এক সময়ের সন্ত্রাস কবলিত নতিপোতা ও জুড়ানপুর ইউনিয়নের কেন্দ্রগুলো সরকার সমর্থকদের দ্বারা দখল হয়ে যাওয়ার আশঙ্কার কথা শোনা যাচ্ছে। এ সমস্ত আশঙ্কার ব্যাপারে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান জানান, আশঙ্কার বিষয়গুলো বিবেচনায় রেখেই পর্যাপ্ত বাহিনী দিয়ে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে, কোনো প্রকার সমস্যা হবে না বলে তিনি নিশ্চিত করেছেন।

দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব জানান, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেইসাথে ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। কোনো সহিংসতা নাশকতা চেষ্টা করলে তাদেরকে তাৎক্ষণিকভাবে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন প্রতিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হবে।