স্টাফ রিপোর্টার: মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে যাওয়ার পথে (টিবি গেট) হাতের বামে এক সারি দোকানপাট আর রেস্তোরাঁ। এর ওপরই টিনের ছাপরা আর হার্ডবোর্ড দিয়ে তৈরি করা হয়েছে ক্যানসার হাসপাতাল। ভেতরে দুর্গন্ধময় ও নোংরা পরিবেশে গাদাগাদি করে রাখা হয়েছে ১৮টি বিছানা। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মহাখালী টিবি গেইট এলাকায় এ রকম একটি হাসপাতালে অভিযান চালিয়ে বিউটি বেগম (৩৮) ও শাহাদাত হোসেন (২৪) নামের দুজনকে দু বছর করে সাজা দিয়েছেন ৱ্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়েছে। ৱ্যাবের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বলেন, কোনো ধরনের সরকারি অনুমোদন, চিকিৎসক, সেবিকা বা টেকনিশিয়ান ছাড়াই বিউটি, শাহাদাত ও একজন পরিচ্ছন্নতাকর্মী এ হাসপাতালটিতে রোগীদের সেবা দিচ্ছিলেন। ওই হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন ছিলেন। এদের বেশির ভাগেরই কেমোথেরাপি চলছিলো। সাজা পাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের একজন ওয়ার্ডবয় নেতা ও স্বাস্থ্য অধিদপ্তরের একজন স্টেনো টাইপিস্ট ওই হাসপাতালটির মূল মালিক। তারাই জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে দূরদুরান্ত থেকে আসা রোগী ভাগিয়ে এনে ওই টিনের ছাপরা দেয়া হাসপাতালে নিয়ে আসেন।