সাগরে ১১ নম্বর ব্লক পেল স্যান্টোস-ক্রিস এনার্জি

স্টাফ রিপোর্টার: অগভীর সমুদ্রের ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজ পেয়েছে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগের একটি কোম্পানি। এ বিষয়ে গতকাল বুধবার পেট্রোবাংলা ও বাংলাদেশ সরকারের সাথে স্যান্টোস সাঙ্গু ফিল্ড লিমিটেড ও ক্রিস এনার্জি লিমিটেডের চুক্তি সই হয়েছে। বিদেশি এ প্রতিষ্ঠান দুটির সাথে যৌথভাবে (ক্যারিড ইন্টারেস্ট) থাকছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সও। তেল-গ্যাস পাওয়া গেলে ৫৫ শতাংশ (কস্ট রিকভারি) পাবে ঠিকাদার প্রতিষ্ঠান। বাকি অংশের তেল ও কনডেনসেটের মধ্যে ৫৫ থেকে ৮০ শতাংশ পাবে পেট্রোবাংলা। বাকিটা যাবে ঠিকাদারের পকেটে। ঠিকাদাররা মোট যে অংশ পাবে, তার ১০ শতাংশ অংশীদার হিসাবে পাবে বাপেক্স। অনুসন্ধানকারী প্রতিষ্ঠান উত্তোলিত তেল-গ্যাস প্রথমে পেট্রোবাংলার কাছে বিক্রির জন্য প্রস্তাব দেবে, পেট্রোবাংলা প্রত্যাখ্যান করলে দেশের মধ্যেই তৃতীয় পক্ষের কাছে তা বিক্রি করতে হবে। উত্তোলিত তেল-গাসের দাম নির্ধারিত হয়েছে হাই সালফার ফুয়েল অয়েল ভিত্তিতে প্রতি টন ১০০ ডলার থেকে ২০০ ডলারের মধ্যে। এ ব্লকের জন্য স্যান্টোস ও ক্রিসএনার্জিকে ৮ বছর মেয়াদের জন্য গ্যারান্টি হিসাবে ১৫ মিলিয়ন ডলার দিতে হবে।