মেহেরপুর ১ম বিভাগ হ্যান্ডবলে বামনপাড়া ও কোলা জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় মেহেরপুর বামনপাড়া বটতলা একাদশ ও সদর উপজেলার কোলা ইলেভেন স্টারের নিজনিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল বুধবার মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর বামনপাড়া বটতলা একাদশ সদর উপজেলার পিরোজপুর জনতা ক্লাবকে ও সদর উপজেলার কোলা ইলেভেন স্টার ক্লাব মেহেরপুর ভেনাস স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে।

দিনের প্রথম খেলায় বামনপাড়া বটতলা একাদশ ১৩-০ গোলে পিরোজপুর জনতা ক্লাবকে পরাজিত করে। বামনপাড়া বটতলা একাদশের পক্ষে একলাচ ৫টি, মিন্নাত ৩টি, সাদ্দাম ও রিপন ২টি করে এবং ফারুক ১টি গোল করে। নিওন স্টার ক্লাবের একমাত্র গোলটি করেন শাওন। দিনের অপর খেলায় কোলা ইলেভেন স্টার ক্লাব ১০-১ গোলে মেহেরপুর ভেনাস স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। কোলা ইলেভেন স্টারের মাসুম ৭টি ও শামীম ৩টি গোল করেন। ভেনাস স্পোর্টিং ক্লাবের অজিত একটি গোল করেন।