জীবননগরে দুদক উপপরিচালক আব্দুল গাফফার : সকলের প্রচেষ্টায় দেশ একদিন দুর্নীতিমুক্ত হবে

 

জীবননগর ব্যুরো: দুর্নীতি দমন কমিশন দুদকের কুষ্টিয়া সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আব্দুল গাফফার বলেছেন, আমাদের এ দেশ অপার সম্ভাবনাময় একটি দেশ। এক শ্রেণির দুর্নীতিবাজদের কারণে আমাদের প্রিয় এ দেশ দুর্নীতির তালিকায় শীর্ষে অবস্থান করছে। তিনি বলেন, আমরা যদি সকলে আন্তরিকভাবে কাজ করি তাহলে একদিন এ দেশ দুর্নীতিমুক্ত হবে। আমরা পৃথিবীর বুকে একটি গর্বিত জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারবো। গতকাল সোমবার জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিরসভায় প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক আব্দুল গাফফার এ কথা বলেন।

জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি কমিটির সহসভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার উম্বত আলী, প্রধান শিক্ষক মুন্সী আব্দুস সামাদ, সদস্য হারুন-অর-রশীদ, সালাউদ্দীন কাজল, আলমগীর হোসেন, ডা. শাহীনূর হায়দার ও কামরুজ্জামান বিদ্যুত।