শৈলকুপায় গৃহবধূকে শ্বাসরোধ ও নির্যাতন করে হত্যা

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় জুলিয়া খাতুন (২১) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ ও নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শৈলকুপা উপজেলার নলখোলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত শনিবার রাতে কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড ঘটলেও শ্বশুড়ালয় তা ধামাচাপা দেয়। জুলিয়া আত্মহত্যা করেছে বলে রোববার বিকেলে পিতার বাড়িতে জানানো হয় এবং লাশ দাফনের চেষ্টা করা হয়। গতকাল সোমবার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালমর্গে পাঠিয়েছে।

নিহত জুলিয়ার দুলাভাই আরিফ হোসেন জানান, শৈলকুপার নলখোলা গ্রামের আরিফ শিকদারের সাথে চার বছর আগে কুষ্টিয়ার খোকসা উপজেলার গণেশপুর গ্রামের আব্দুল আজিজের মেয়ে জুলিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই জুলিয়ার স্বামী আরিফ শিকদার তাকে মারপিট করে আসছিলো। নির্যাতন, স্বামীর পরকীয়াসহ নানা বিরোধীতা করায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্বজনদের অভিযোগ। তার মুখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন দেখে এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।