হিজলগাড়ি ক্যাম্প পুলিশের মাদকবিরোধী অভিযান
বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ি ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ চুয়াডাঙ্গা পৌর এলাকার জীম ফার্নিচারের মালিক শওকতকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে মালামালসহ থানায় সোপর্দ করেছে পুলিশ।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ এএসআই শরিফুল ইসলাম গতকাল রোববার বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালান বেগমপুরের দোস্তবাজার এলাকায়। এ সময় পুলিশ বাজার সড়কের ওপরে চুয়াডাঙ্গা পৌরশহরের দৌলতদিয়াড় জঙ্গলিপাড়ার আক্কাচ আলীর ছেলে জীম ফার্নিচারের মালিক শওকতের মোটরসাইকেল দাঁড় করান। পুলিশ তার দেহ তল্লাশি করে উদ্ধার করে ৫ বোতল ফেনসিডিল। ফেনসিডিলসহ গ্রেফতারকৃত শওকতকে গতকালই সদর থানায় সোপর্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃত শওকত জানায়, সে এ ফেনসিডিল দর্শনা দক্ষিণচাঁদপুর মাঝেরপাড়ার আবুল কাশেমের ছেলে জিন্নার নিকট থেকে কিনে এনেছে।