বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি শামসুজ্জামান দুদু বলেছেন- গত ৫ জানুয়ারি ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলকারীদের দেশবাসী সমুচিত শিক্ষা দেবে। শেখ হাসিনা ওই নির্বাচনের মাধ্যমে দেশবাসীর ভোটের অধিকার কেড়ে নিয়ে বাকশাল কায়েম করেছেন। এ জন্য তাকে চড়া মূল্য দিতে হবে। উপজেলা নির্বাচনের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আন্দোলনের ডাক দেবেন দেশবাসী সে আন্দোলনে অতীতের মতোই ঝাঁপিয়ে পড়ে এ অবৈধ সরকারকে বিদায় জানাবে। শামসুজ্জামান দুদু গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে চুয়াডাঙ্গা জেলা সদর ও পৌর বিএনপির যৌথসভায় এ বক্তব্য রাখেন। সদর উপজেলা নির্বাচন বিষয়ে এ সভায় আলোচনা হয়। দুদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন এম জেনারেল ইসলাম, অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাড. আ.স.ম আব্দুর রউফ, এসকে সাদী, অ্যাড. শামীম রেজা ডালিম, সহিদুল ইসলাম রতন, আবু জাফর মন্টু, মজিবুল হক মালিক মজু, আবু জাফর সিদ্দিক, নাজমুস সালেহীন লিটন প্রমুখ।