স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামীতে জাপার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। দল সুসংগঠিত করে আমরা আবার নির্বাচন করবো। সে নির্বাচনে আমরা আবার জয়ী হবো। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক পার্টির নেতা হারুনুর রশিদ বাশারের স্মরণসভা ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে এরশাদ বলেন, বাশার আমার কথা মতো মনোনয়ন প্রত্যাহার করেছিলো। এজন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। আমি কেন দলের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বলেছিলাম, সেটা আরেক দিন খুলে বলবো।