দায়িত্ব নেয়ার আগেই জেলহাজতে সাভারের চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার: সাভার উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ কফিল উদ্দিনকে বিস্ফোরক আইনের দুটি মামলায় জেলহাজতে পাঠিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল রোববার দুপুরে তিনি জামিনের জন্য আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। কফিল উদ্দিন দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়ী হন। তিনি সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু জানান, নির্বাচনের আগে বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগের ঘটনায় সাভার মডেল থানায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। পরে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান।