কর্তব্যে অটল ও অবিচল থেকে দায়িত্ব পালন করতে হবে
বখতিযার হোসেন বকুল: দামুড়হুদায় ৪র্থ ধাপে উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারদের নির্বাচন ব্যবস্থাপনা ও করণীয় বিষয়ক একদিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। তিনি বলেন, নির্বাচনী কার্যক্রমের চূড়ান্ত সাফল্য হলো ভোটকেন্দ্রে সুষ্ঠভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা। একজন প্রিসাইডিং অফিসারের ওপর অর্পিত দায়িত্বাবলী যেমন অপরিসীম, তেমই গুরুত্বপূর্ণ। সে কারণেই নির্বাচন পরিচালনায় নানা স্পর্শকাতর এবং সমস্যাসঙ্কুল পরিস্থিতির মধ্যে প্রিসাইডিং অফিসারকে তার কর্তব্যে অটল ও অবিচল থেকে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখতে হবে সকল সমস্যাকে পাশ কাটিয়ে নির্বাচন শেষ করাটাই একজন দক্ষ প্রিসাইডিং অফিসারের মূল কাজ।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে নাজির হামিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, এএসপি (সার্কেল) কামরুজ্জামান, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) ফকির আজিজুর রহমান, জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন ও উপজেলা নির্বাচন অফিসার আবু দাইদ। প্রশিক্ষণে মোট ৭৭টি কেন্দ্রের জন্য ৫ শতাংশ বর্ধিতহারে ৮১ জন প্রিসাইডিং অফিসার এবং ৬৪৭টি বুথের জন্য ৫ শতাংশ বর্ধিতহারে ৬৭০ জন সহকারী প্রিসাইডিং অফিসার এ প্রশিক্ষনে অংশ নেন।
উল্লেখ্য, দামুড়হুদা উপজেলায় ৪র্থ ধাপে আগামী ১৫ মার্চ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।