আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ডে কর্মীসভা গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম খান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দীন, প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, কাউন্সিলর আলাল আহমেদ ও ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম আরা। জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শরিফুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন রবিউল হক, আজিজুল, দুলাল, সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী সাহিদা ইসলাম, বিলকিচ আরা, রাবেয়া, মতিয়ারসহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলালীগের নেতৃবৃন্দ।