স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার আল-কুরআন একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শুক্রবার সকালে স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট সমাজসেবক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান ছিলেন দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. নজির উদ্দীন, দিগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজালুল বাকী, বিশিষ্ট সমাজসেবক মো. টিপু সুলতান, সাবেক সেনা সদস্য ইমদাদুল হক, তরুণ সমাজসেবক মোস্তফা কামাল ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মো. আব্দুল বাতেন। অনুষ্ঠানি পরিচালনা করেন তরুণ কবি প্রতিষ্ঠানের শিক্ষক এস.এম সাইফুল ইসলাম। অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।