স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা রিকশা-ভ্যানশ্রমিক ইউনিয়নের চুয়াডাঙ্গা জেলা শহরের চলাচলরত অটোরিকশা চালকদের নিয়ে এডহক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার রিকশা-ভ্যানশ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা রিকশা ও ভ্যানশ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম, আইন উপদেষ্টা অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, অ্যাড. আহসান আলী ও মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের সম্মতিক্রমে মো. শের আলী বিশ্বাসকে সভাপতি, শান্তি হোসেনকে সহসভাপতি ও শাহ আলম প্রভাতকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়।