মেহেরপুর অফিস: মেহেরপুর সদর থানার ওসি’র অপসারণের দাবিতে গতকাল রোববার সন্ধ্যায় মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে ওসি রিয়াজুল হককে ঘুষখোর ও দুর্নীতিবাজ বলে স্লোগান দেয়া হয়। সমাবেশ থেকে ওসি রিয়াজুল হকের অপসারণ দাবিতে যুবলীগ আল্টিমেটাম দিয়েছে।
জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের হোটেল বাজার থেকে বের হয়ে বড় বাজার এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ, যুগ্মসম্পাদক নিশান সাবের, মাসুদ খান লিংকন, সাংগঠনিক সম্পাদক মাহফিজুর রহমান মাহবুব, মিজানুর রহমান হিরোন, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে হোটেল বাজার তিন রাস্তার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম। জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ। সমাবেশে বক্তরা আল্টিমেটাম দিয়ে বলেন, ওসি রিয়াজুল হককে অপসারণের জন্য আজ সোমবার পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। ওসি রিয়াজুল হককে অপসারণ করা না হলে আগামীকাল মঙ্গলবার থেকে শহরে লাগাতার হরতাল পালন করা হবে।