বিমানের হজ ফ্লাইট ৭ সেপ্টেম্বর শুরু

স্টাফ রিপোর্টার: বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে জানান, ওইদিন বেলা আড়াইটায় বিমানের প্রথম হজ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। প্রথম ফ্লাইটটি পরিচালিত হবে ভাড়ায় আনা একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ দিয়ে। ধর্ম মন্ত্রণালয়ের হিসেবে এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৮ হাজার ৯১১ জন হজে যাবেন। এবারই প্রথম হজের জন্য সম্পূর্ণ ইলেকট্রনিক টিকিট চালু করা হয়েছে জানিয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ইতোমধ্যে আমরা হজের টিকিট বিক্রি শুরু করেছি। কেভিন জানান, হজ ফ্লাইট চালাতে এবার ৫৮২ আসনের একটি বোয়িং ৭৪৭ এবং দেড়শ আসনের একটি বোয়িং ৭৬৭ উড়োজাহাজ ভাড়া নেয়া হয়েছে। এছাড়া বিমানের নিজস্ব দুটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়েও হজযাত্রীদের আনা নেয়া করা হবে।