মাথাভাঙ্গা মনিটর: চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্ততপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বুধবার জিলিন শহরে বাসটিতে যখন আগুন লাগে তখন এর ভেতরে ৪৩ জন যাত্রী ছিলেন। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। নিরাপত্তাবাহিনীর কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছে। গত সপ্তায় গুইজু প্রদেশে একটি বাসে আগুন লাগার ঘটনায় ৬ জন নিহত ও ৩৫ জন আহত হন। ওই বাসটিতে আগুন লাগার ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ওই ব্যক্তি তার স্ত্রী নাস্তিক সন্দেহ করে বাসের ভেতরে পুড়িয়ে মারতে চেয়েছিলেন।