১৬১ বছর পর সংবাদ সংশোধন করলো নিউইয়র্ক টাইমস

 

মাথাভাঙ্গা মনিটর: ১৬১ বছর পর সংবাদ সংশোধন করলো নিউইয়র্ক টাইমস। দ্য কিডন্যাপিং কেস শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়েছিলো ১৮৫৩ সালের ১২ জানুয়ারি। তৎকালীন সময়ে সলোমন নরথাপ নামের কৃষ্ণাঙ্গ এক মুক্ত মানুষকে (ফ্রিম্যান) অপহরণ ও দাস জীবনে ফিরেয়ে নেয়া হয়। দাসত্বের কাহিনীর নিয়ে বই লেখেন নরথাপ। নরথাপের ওই বইয়ের গল্পের ভিত্তিতে নির্মাণ করা হয় টুয়েলভ ইয়ারস এ স্লেভ। এ ছবিটি এবার অস্কার পুরস্কার জিতে নেয়। এরপরই আলোচনায় আসে বইটির লেখকের নাম। এছাড়া সেরা চিত্রনাট্য আর চলচ্চিত্রটিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন লুপিতা নিয়োঙ্গ। ১৮৫৩ সালে নরথাপের অপহরণের সময় দুটি প্রতিবেদন প্রকাশিত করেছিল নিউইয়র্ক টাইমস। নিবন্ধটিতে দুবার নরথাপের নামের বানানটি ভুলভাবে লেখা হয়েছিলো। ভুল বানানে নরথাপের জায়গায় একবার নরথ্রপ আরেকবার নরথ্রাপ লেখা হয়েছিলো। টুয়েলভ ইয়ারস এ স্লেভ ছবিটি অস্কার জেতার পর আলোচনায় আসে নরথাপ। সম্প্রতি কাগজে ছাপা ওই নিবন্ধের ডিজিটাল কপি প্রকাশ করা হলে ভুলটি আবিষ্কার হয়। দ্য ইমমোর্টাল লাইফ অব হেনেরিয়েটা ল্যাকস নামের বেস্ট সেলার বইয়ের লেখক রেবেকা স্কুলট প্রথমে নজরে আনেন এ ভুলটি। টুইটারে নিউইয়র্ক টাইমসের প্রকাশিত সংবাদটির লিঙ্ক পাঠিয়ে গত সোমবার এ ভুলের কথা জানান তিনি। এরপর মঙ্গলবারই সংশোধনী প্রকাশ করে নিউইয়র্ক টাইমস।