স্টাফ রিপোর্টার: পিতা-মাতার অসাবধানতার কারণে চুয়াডাঙ্গার হাজরাহাটি ও আলমডাঙ্গার জাহাপুর গ্রামের দু শিশু আগ্নিদগ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। দগ্ধ দু শিশুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহাপুরের শিশু মিনারা খাতুনের অবস্থা গুরুতর। তার শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুর গ্রামের শেখপাড়ার মদিনের মেয়ে মিনারা খাতুন (৪) ও একই পাড়ার ইমনের মেয়ে সুমি খাতুন (৩) গতকাল মঙ্গলবার বিকেলে খেলছিলো। এ সময় সুমি চুলা থেকে আগুন নিয়ে কলার শুকনো পাতায় লাগিয়ে দেয়। সুমি পালিয়ে গেলেও মিনারার জামায় আগুন লেগে যায়। এ সময় সে গুরুতরভাবে দগ্ধ হয়।
অপর অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে। জোয়ার্দ্দারপাড়ার আসাদুলের মেয়ে মায়া খাতুন (৩) গতকাল সন্ধ্যায় পাঠকাঠিতে আগুন লাগিয়ে খেলছিলো। এ সময় অসাবধানতাবশত তার জামায় আগুন লেগে যায়। এতে সে দগ্ধ হয়। অগ্নিদগ্ধ শিশু মিনারা ও মায়াকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।