খবর:(হরিণাকুণ্ডু স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ)
সব মানুষের টাকার পানে ঝোঁক থাকে
পয়সা-কড়ি খাওয়ার কিছু লোক থাকে
কিন্তু জেনো এর পেছনে জোঁক থাকে
তাইতো শেষে দুঃখ ব্যথা শোক থাকে।
ঘুষের দানে আমলা-নেতার টান থাকে
সব দিকে তাই খাড়া-সজাগ কান থাকে
চাকরি দিলে বেজায় বড় দান থাকে
ক্যাডার পোষে তাইতো ওদের জান থাকে।
এই সমাজে অনেক রকম মাল থাকে
তাদের নাকি হাওদা মোটা গাল থাকে
ফাঁকিবাজি করার অনেক চাল থাকে
বিপদ-ফাঁড়ায় মামা খালুর ঢাল থাকে।
-আহাদ আলী মোল্লা