স্টাফ রিপোর্টার: দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে চুয়াডাঙ্গা দিগড়ি গ্রামের ৯ বছরের বালক শিমুল। একই সাথে সে আরো দুজনকে ঘায়েল করে ছেড়েছে। দুলাভাই মোটরসাইকেলটি না দিলে এ দুর্ঘটনা ঘটতো না বলে গ্রামের অনেকেই বলেছেন। আহত তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, চুয়াডাঙ্গা দিগড়ি গ্রামের নুরুজ্জামানের জামাই খেবা উদ্দিন গতকাল শ্বশুরবাড়িতে আসেন মোটরসাইকেলযোগে। এ সময় তার মোটরসাইকেলটি নেয় ৯ বছরের শ্যালক শিমুল। মোটরসাইকেলের পেছনে তুলে নেয় মামাতো ভাই ৬ বছরের রবীনকে। সকাল ১০টার দিকে মোটরসাইকেল স্টার্ট করে শৈলগাড়ি যায়। সেখানে গিয়ে পথচারী হাজরাহাটি গ্রামের গোলাম কিবরিয়াকে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। এতে ৩ জনই গুরুতর আহত হয়। তবে ৬ বছরের রবীনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।