কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলার বারমাসা ব্রিজের কাছে গত বৃহস্পতিবার রাতে পুলিশের দু দারোগা দুস্কৃতি হামলায় গুরুতর আহত হয়েছেন। রাস্তায় বেরিকেড দিয়ে আটকে দু দারোগাকে পিটিয়ে আহত করে। পুলিশের তরফে অবশ্য ঘটনাটিকে দুর্ঘটনা বলে জানানো হয়েছে।
আহত দু দারোগাকে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর সিএমএইচ’এ ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইয়াকুব আলী মোড়ল জানান, আহত দু পুলিশ কর্মকর্তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বারমাসা ব্রিজের নিকট দুষ্কৃতিরা রাস্তার ওপর ব্যারিকেড দেয়। বেরিকেডে আটকে দু দারোগা মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় দুষ্কৃতিরা দু দারোগাকে পিটিয়ে জখম করে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব শেষে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইকবাল হোসেন ও মিজানুর রহমান নামে দু দারোগা ঝিনাইদহ ফিরছিলেন। তারা বারমাসা ব্রিজের নিকট দুর্ঘটনায় কবলিত হন। এতে তারা আহত হলেও অস্ত্র ও মোটরসাইকেল অক্ষত অবস্থায় আছে। পুলিশ আহত হওয়ার ঘটনাটি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। এদিকে জেলা পুলিশ প্রশাসন এ ঘটনায় বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে।