মাথাভাঙ্গা মনিটর: সৃষ্টিজগতের সকল প্রাণীরই নিজস্ব আবেগ-অনুভূতি, রাগ-ভালোবাসা, আনন্দ-বিষাদ রয়েছে। এসব ভাবের প্রকাশ কেবল স্বজাতিই বুঝতে পারে। প্রাণী হিসেবে সিংহেরও নিশ্চয় আবেগ অনুভূতি রয়েছে। কিন্তু বাবার মৃত্যুতে যে শাবক সিংহ বুকফাঁটা আর্তনাদ করতে পারে এমনটা অনুমান করতে পারেন ক’জন, দেখাতো পরের ব্যাপার। একজন চিত্রগ্রাহক বাবা সিংহের মৃত্যুতে তার দু শাবকের বুক ফাটা কান্নার এক দুর্লভ দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। প্রিয়জনের মৃত্যু যে কতোটা বেদনাদায়ক হতে পারে একটু সময় নিয়ে এ ছবিটি দেখলেই চোখ ছলছল করতে পারে অনেকেরই। এশিয়া মহাদেশীয় অঞ্চল থেকে নেয়া যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর ব্রিস্টলের চিড়িয়াখানায় বেড়ে ওঠা ১৮ বছর বয়সী বাবা কামালের মৃত্যুতে তার নয় মাস বয়সী দু শাবক সিংহ কামরান ও কেতান গর্জন দিয়ে কাঁদছিলো। ওদের গর্জনটা এতোটাই তীব্র ছিলো যে আশপাশের অনেকেই ভয় পেয়ে গিয়েছিলো। চিড়িয়াখানার পশু চিকিৎসকরা জানান, মা শিবাকে পেয়ে আরও বেশি জোরে কেঁদে ওঠে শাবক দুটি।