গাংনী ধর্মচাকী থেকে বিএনপির দু কর্মী গ্রেফতার

 

 

গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের নাসির উদ্দীন (২৮) ও চৌগাছা গ্রামের নাজমুল হোসেন (২৭) নামের বিএনপির দু কর্মীকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। গত রোববার গভীররাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ দুজনই বিএনপির কর্মী বলে জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। তাদের বিরুদ্ধে কোনো মামলা কিংবা নির্দিষ্ট অভিযোগ না থাকলেও হয়রানি করার জন্যই গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। গাংনী থানার ডিউটি অফিসার এসআই মাহতাব জানিয়েছেন ওই দুজনকে থানা কাস্টডিতে রাখা হয়েছে।