দামুড়হুদায় ভোকেশনালের বোর্ড ফাইনাল পরীক্ষায় দু ছাত্র বহিষ্কার

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় নকল করার অপরাধে আব্দুর রহমান ও আহসান হাবিব নামের ভোকেশনাল দু ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নবম শ্রেণির বোর্ড ফাইনাল (ভোকেশনাল গণিত-১) পরীক্ষা চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান এবং ওই দু ছাত্রকে নকলসহ ধরে বহিষ্কার করেন। বহিষ্কৃত ছাত্র আব্দুর রহমান উপজেলার কোষাঘাটা গ্রামের হারেজ মল্লিকের ছেলে এবং দামুড়হুদা পাইলট হাইস্কুলের ছাত্র। অপর বহিষ্কৃত ছাত্র আহসান হাবিব কার্পাসডাঙ্গা কলোনিপাড়ার তোয়াজ আলীর ছেলে এবং কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। এসব তথ্য জানিয়েছেন কেন্দ্র প্রধান দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরজাহান খাতুন।