সাকিবের শাস্তি কমাতে মুশফিকের অনুরোধ

 

স্টাফ রিপোর্টার: বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়া এশিয়া কাপের প্রথম দু ম্যাচ খেলতে হবে বলে হতাশায় ভুগছে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। সেজন্য এশিয়া কাপ শুরুর আগে সাকিবের নিষেধাজ্ঞার শাস্তি কমানোর জন্য বিসিবির নিকট অনুরোধ করেছেন মুশফিক। আগামী ২৬ ফেব্রুয়ারি শক্তিশালী ভারতের বিপক্ষে এশিয়া কাপের অভিযাত্রা শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। গতকাল রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেন, সাকিব অপরাধ করায় শাস্তি পেয়েছে। এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে এশিয়া কাপের জন্য, দেশের ক্রিকেটের জন্য, দলের কল্যাণের জন্যে, আমরা বিসিবি সভাপতি নাজমুল হামান পাপনের কাছে সাকিবের শাস্তি কমাতে এ আবেদন জানাচ্ছি।

মুশফিক আরো বলেন, সাকিব দলে থাকলে আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হবে। তাছাড়া তামিম চোটের কারণে বাদ পড়েছে। আমি নিশ্চিত নই যে কিপিং করতে পারবো কি-না। মাশরাফি ভাইও ইনজুরি সমস্যায় ভুগছেন। তাই দলের কথা বিবেচনা করেই এ অনুরোধ করছি আমি।