টি-টোয়েন্টি ট্রফি ঢাকায়

 

স্টাফ রিপোর্টার: জমকালো আয়োজনের মধ্যদিয়ে শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা প্রদর্শন। যেসব ভেন্যুতে খেলা হবে সেসব শহরে প্রদর্শর্নী হবে এ শিরোপা। ছেলে ও মেয়েদের দুটি ট্রফিই একইসাথে দেখানো হচ্ছে ক্রিকেটপ্রেমী দর্শকদের জন্য। গতকাল রোববার ঢাকার বিভিন্ন স্থানে নাচ-গান অনুষ্ঠানের মধ্যদিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রফি প্রদর্শন করা হয়। এ সময় কড়া নিরাপত্তা দিয়েছে আইনশৃঙ্খল‍া বাহিনী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি দুটি বুঝে নেন ছেলেদের অধিনায়ক মুশফিকুর রহিম ও মেয়েদের অধিনায়ক সালমা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের সদস্য তামিম ইকবাল, সাকিব আল হাসান ও নাসির হোসেন। আগামী ১৬ মার্চ থেকে শুরু হবে এ শিরোপার লড়াই। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেটে হবে ম্যাচগুলো। এছাড়া মেয়েদের লড়াই হবে সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে।