স্টাফ রিপোর্টার: জীবননগরের উথলীতে আখ কাটতে গিয়ে নিজের পায়ে কোপ মেরে গুরুতর জখম হয়েছেন কৃষক সুরাপ আলী। গতকাল শুক্রবার সকালে উথলী মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। সুরাপ আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার পায়ে ৪০টি সেলাই দেয়া হয়েছে। সুরাপ আলী উথলীর মৃত গফুর আলীর ছেলে।