দর্শনা নিমতলী বিজিবি ক্যাম্পের অভিযান : ভারতীয় মালামাল আটক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জীবননগর সীমান্তে নিমতলা বিজিবি ক্যাম্প অভিযান চালিয়ে ১১২ বোতল ফেনসিডিল, ১৫ বোতল ভারতীয় মদ, ৫ হাজার হাতঘড়ির ব্যাটারি ও ২০০ গ্রাম গাঁজা আটক করে। যার আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা।

বিজিবি জানায়, গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার তোতা মিয়া ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে জয়নগর সীমান্তের ৭৫ নম্বর মেন পিলারের কাছে ওঁত পেতে ছিলো। এ সময় দুজন চোরাচালানি ভারত থেকে বাংলাদেশে প্রবেশে করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এতে ১১২ বোতল ফেনসিডিল ফেলে ভারতে পালিয়ে যায় চোরাকারবারীরা। এছাড়া জীবননগর গয়েশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম ফোর্স নিয়ে সীমান্তবর্তী চাকলার মাঠে অভিযান চালিয়ে ৫ হাজার পিচ ঘড়ির ব্যাটারি, ১৫ বোতল ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার