দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোরশেদুল ইসলামের সভাপতিত্বে জরুরিসভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তারাগুনিয়া ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ, সিনিয়র সহসভাপতি উপজেলা চেয়ারম্যান হারেজ উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শেলী, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক রেজু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম, আব্দুর রশিদ বাবলু, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. এজাজ আহমেদ মামুন, টিপু নেওয়াজ, ওয়ার্কার্স পাটির জেলা সাধারণ সম্পাদক কমরেড মজিবর রহমান, ফজলুল হক বুলবুল প্রমুখ। সভায় আগামী ২৩ মার্চ দৌলতপুর উপজেলা নির্বাচনে একক প্রার্থী দেয়া ও তাকে বিজয়ী করার বিষয়ে সকলে একসাথে কাজ করবেন বলে সিদ্ধান্ত হয়।